৳ ৩০০ ৳ ২৫৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
ছোট্ট গোছানো একটা ফ্ল্যাট। সংসারের সদস্য সংখ্যা তিন। যৌথ জীবন ছেড়ে পরিবারটা উঠে এসেছে এই পৃথক জগতে। সেই জগতের কেন্দ্র একসময়ের সাহিত্যের শিক্ষক, পরে বিজ্ঞাপন কোম্পানির কর্মকর্তা নয়নাংশু। তার মনোজগৎ তৈরি হয়েছে রবীন্দ্রনাথ, তুর্গেনিভ, চেখভের লেখা পড়ে। কিশোর বয়সে যৌন প্রলোভনের চেয়ে তাকে বেশি টেনেছে মণীন্দ্রলাল বসু বা সত্যেন্দ্রনাথ দত্ত। নারীসঙ্গের চেয়ে বেশি পছন্দ সুধীন্দ্রনাথ দত্তের কবিতা নিয়ে আলোচনা। আর মালতী, সাধারণ মেয়ে বলতে যা বোঝে লোকে, তার চেয়ে সামান্য এগিয়ে, সুন্দরীও । নয়নাংশু মালতীকে নিজের ছাঁচে গড়ে তুলতে চেয়েছে—চেয়েছে আধুনিক মানুষ নারীকে যেভাবে দেখে, ঠিক সেভাবে মালতী তার সামনে এসে দাঁড়াক। দাম্পত্যের শুরুতে মালতী সেই স্বাধীন মানুষটি হয়ে উঠতে চায়নি। তবে ধীরে ধীরে সে তা-ই হয়ে দাঁড়ায়, যেমনটা চেয়েছিল নয়নাংশু। একসময় মালতী বুঝতে পারে নিজের কোনো একটা অংশ এত দিন অন্য কাউকে দেওয়ার জন্য সযত্নে তুলে রেখেছিল সে। আর সেই অংশ অধিকার করে নিল নয়নাংশুর চেয়ে কম পড়া, কম বিদগ্ধ অথচ অনেক সাহসী আর অকপট, মাসিক পত্রিকায় 'গায়ে-গতরে খাটা' সম্পাদক জয়ন্ত । মালতীর নতুন মানুষ হয়ে ওঠা যেমন যৌক্তিক পরিণতি বলে মনে হয়, তেমনি নয়নাংশুর বেদনাও পাঠককে স্পর্শ করে।
Title | : | রাত ভ’রে বৃষ্টি |
Author | : | বুদ্ধদেব বসু |
Publisher | : | বাতিঘর |
ISBN | : | 9789848825377 |
Edition | : | 6th Edition, 2023 |
Number of Pages | : | 139 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
বুদ্ধদেব বসু তিনি নভেম্বর ৩০, ১৯০৮ কুমিল্লায় জন্মগ্রহণ করেন। একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। ১৯২১ সালে ১৩ বছর বয়সে তিনি ঢাকায় আসেন এবং প্রায় দশ বৎসর ঢাকায় শিক্ষালাভ করেন। বুদ্ধদেব বসু ১৯২৩ সালে ঢাকা কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন। ১৯২৫ সালে ঐ স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন। ১৯২৭ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে ঢাকা কলেজ) থেকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে আই. এ. পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে থেকে ইংরেজিতে ১৯৩০-এ প্রথম শ্রেণীতে বি. এ. অনার্স এবং ১৯৩১-এ প্রথম শ্রেণীতে এম.এ. ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন মেধাবী এক ছাত্র। বি. এ. অনার্স পরীক্ষায় তিনি যে নম্বর লাভ করেন তা একটি রেকর্ড; এবং অদ্যাবধি (২০০৯) এ রেকর্ড অক্ষুণ্ণ আছে। তাঁর পিতা ভূদেব বসু পেশায় ঢাকা বারের উকিল ছিলেন। তাঁর মাতার নাম বিনয়কুমারী। বুদ্ধদেব বসুর মাতামহ চিন্তাহরণ সিংহ ছিলেন পুলিশ অফিসার। তাঁর পৈতৃক আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগর গ্রামে। জন্মের চব্বিশ ঘণ্টা পরেই তাঁর মাতা বিনয়কুমারীর ১৬ বছর বয়সে ধনুষ্টঙ্কার রোগে মৃত্যু ঘটে। এতে শোকাভিভূত হয়ে তাঁর পিতা সন্ন্যাসব্রত গ্রহণ করে গৃহত্যাগ করেন। মাতামহ চিন্তাহরণ ও মাতামহী স্বর্ণলতা সিংহ'র কাছে প্রতিপালিত হন বুদ্ধদেব। বুদ্ধদেবের শৈশব, কৈশোর ও যৌবনের প্রথমভাগ কেটেছে কুমিল্লা, নোয়াখালী আর ঢাকায়। অল্প বয়স থেকেই কবিতা রচনা করেছেন, ছেলে জুটিয়ে নাটকের দল তৈরি করেছেন। প্রগতি ও কল্লোল নামে দু'টি পত্রিকায় লেখার অভিজ্ঞতা সম্বল করে যে কয়েকজন তরুণ বাঙালি লেখক রবীন্দ্রনাথ ঠাকুরেরজীবদ্দশাতেই রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে সরে দাঁড়াবার দুঃসাহস করেছিলেন তিনি তাঁদের অন্যতম। ইংরেজি ভাষায় কবিতা, গল্প, প্রবন্ধাদি রচনা করে তিনি ইংল্যান্ড ও আমেরিকায়ও প্রশংসা অর্জন করেছিলেন। তিনি মার্চ ১৮, ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন।
If you found any incorrect information please report us